About Us | Contact Us |

চাঁদ কেন গোল?

লিখেছেন : ইচ্ছেপাঠ
চাঁদ কেন গোল?

ইচ্ছেপাঠঃ সোজা কথায় এর কারণ হল চাঁদের মহাকর্ষ বল।কোনো বল যখন সবদিক থেকে কেন্দ্রের দিকে কোনোকিছুকে টানতে থাকে, তখন এর আকৃতি প্রায় গোলাকার হয়। তবে শুধু চাঁদ নয় এই কারণে মহাকাশের প্রায় সব বস্তুই গোলাকার। মহাকর্ষ বল যেন বস্তুর কেন্দ্রস্থলে ঘনীভূত অবস্থায় থেকে কাজ করে। মহাকাশে বস্তুর ভেতরের রেডিও অ্যাকটিভ মৌলিক পদার্থগুলো বিপুল তাপ বিকিরণ করায়  শুরুতে বস্তু তরল অবস্থায় থাকে। এই অবস্থায় মহাকর্ষ বল চারপাশের তরল পদার্থকে কেন্দ্রের দিকে টেনে আনে এবং বস্তুটি গোলাকার ধারণ করে। যদিও চাঁদ আক্ষরিকভাবে গোলাকার নয়। নাসার লুনার রেকোননাইসেন্স অরবিটার  ওয়েবসাইট এর তথ্যমতে এটি বরং কিছুটা ডিম্বাকৃতির।