About Us | Contact Us |

সূর্য, পৃথিবী নেহাৎই ক্ষুদ্র, তাহলে কতটা বড় আমাদের এই মহাবিশ্ব?

লিখেছেন : ইচ্ছেপাঠ
সূর্য, পৃথিবী নেহাৎই  ক্ষুদ্র, তাহলে কতটা বড় আমাদের এই মহাবিশ্ব?

আমাদের পৃথিবী সৌরমন্ডলের ছোট্ট একটি গ্রহ। আমাদের সৌরমন্ডল আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের ক্ষুদ্র একটি অংশ।আমাদের গ্যালাক্সির মতন অন্তত ১০ হাজার কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের এই মহাবিশ্বে। তাহলে কতটা বড় আমাদের এই মহাবিশ্ব? আজকের দিনে দাঁড়িয়ে তার কি কোনরকম আঁচ পাওয়া যেতে পারে? এই প্রশ্ন উঠছে, কারণ বলা হয় ডার্ক ম্যাটার বা অজানা বস্তু দখল করে রয়েছে মহাবিশ্বের সিংহভাগ।  যা দেখা যাচ্ছে, তা দিয়ে দৃশ্যমান বস্তুর অনুমান পাওয়া যেতে পারে। কিন্তু তার বাইরে ঠিক কতটা অংশ অদেখা রয়েছে, তা তো অজানা।  যতটা দেখা গেছে তার ভিত্তিতে বলা যায় মহাবিশ্বের ব্যাস ৯ হাজার ৩০০ কোটি আলোকবর্ষ। মনে রাখতে হবে, এক আলোকবর্ষ মানে এক বছরে আলো যতটা পথ যেতে পারে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। এবার অনুমান করা যেতে পারে দৃশ্যমান মহাবিশ্বের মাপ। অনুমান করা হয়, অদেখা অংশ মিলিয়ে মহাবিশ্বের ব্যাস  ৯৩ লক্ষ কোটি আলোকবর্ষ। এরপরে এখনও প্রতি মুহূর্তে মহাবিশ্ব আরও বিস্তৃত হচ্ছে।