About Us | Contact Us |

কেন আবার একটা ই-ম্যাগাজিন প্রকাশনা?

গোটা পৃথিবী নাকি এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছ! অন্তর্জালে হাতের মুঠোয় চলে আসছে সমস্ত তথ্য। কিন্তু গোটা পৃথিবী হাতের মুঠোয় আনতে গিয়ে ঘরের কাছের শিশির বিন্দু চোখের আড়ালে চলে যাচ্ছে নাতো? এই প্রশ্ন নিয়েই পথ চলা শুরু ‘ইচ্ছেপাঠ’-এর। ‘ইচ্ছেপাঠ’ চেনা পরিবেশে চেনা জিনিসের কার্যকারণ, যুক্তি আরও একবার মনে করিয়ে দিতে চায় সবাইকে। যে পাঠ হয়তো কখনো ছিল পড়ার বইয়ে। পরীক্ষার বাধ্যবাধ্যকতায় যে পাঠ অনেকেই ভুলে যাই পরীক্ষার ফল প্রকাশের পরেই। পরীক্ষায় পাশ করার তাগিদে নয়, চেনা পৃথিবীর, চেনা পরিবেশ জানব নিজের ইচ্ছেতেই। ‘ইচ্ছেপাঠ’-এর ইচ্ছে এইটুকুই।