ইচ্ছেপাঠঃ আমাদের সৌরমণ্ডলীতে প্রথম সৃষ্টি হয় সূর্য। বিপুল পরিমাণ মলিকুলার ক্লাউড আছড়ে পড়ার ফলে সূর্যের সৃষ্টি হয়। সূর্য থেকে তার একটা অংশ ছিটকে যায় বিভিন্ন দিকে। এইসব ছিটকে পড়া গ্যাস, প্লাজমা, ধূলিকণার অংশ দিয়েই তৈরি হয় বিভিন্ন গ্রহ। পৃথিবী এরকমই একটা ছোট গ্রহ। সূর্যের দিক থেকে তৃতীয় গ্রহ আমাদের পৃথিবী। পৃথিবী সূর্যের প্রায় সমসাময়িক। ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর গঠন প্রক্রিয়া শুরু হয়, তা এখনও পরিবর্তিত হচ্ছে। প্রথম অবস্থায় পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত গ্যাসের এক গোলকপিন্ড। ধীরে ধীরে ঠান্ডা হয়ে তৈরি হয় ভূত্বকের উপরিভাগ। যেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। এই সময়েই তৈরি হয় গ্রিন হাউস গ্যাস। পৃথিবীর ৭০ দশমিক ৮০ ভাগেই রয়েছে জল, বাকি ২৯ দশমিক ২০ অংশ স্থল। প্রতি ৩৬৫.২৫ দিন অন্তর পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করছে।