About Us | Contact Us |

কেন ক্রমশ উঁচু হচ্ছে হিমালয়, হিমালয়ের উৎপত্তিতেই জড়িয়ে আছে রহস্য?

লিখেছেন : ইচ্ছেপাঠ
কেন ক্রমশ উঁচু হচ্ছে হিমালয়,  হিমালয়ের উৎপত্তিতেই জড়িয়ে আছে রহস্য?

ইচ্ছেপাঠঃ গন্ডোয়ানা যুগে ভারত লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ছিল। অস্ট্রেলিয়াও ছিল ভারতের পড়শি দেশ। আজ থেকে আনুমানিক ১০ কোটি বছর আগে লাতিন আমেরিকা থেকে ভেঙে বেরিয়ে আসে ইন্ডিয়ান প্লেট। ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কারকে নিয়ে ক্রমশ সরতে থাকে ইন্ডিয়ান প্লেট। এরপর মাদাগাস্কার ইন্ডিয়ান প্লেট থেকে আলাদা হয়ে যায়। এরপরেও ইন্ডিয়ান প্লেট বছরে কমবেশি ২০ সেন্টিমিটার বেগে উত্তর দিকে সরতে থাকে।  আরও ৫ কোটি বছর পর অর্থাৎ আজ থেকে আনুমানিক ৫ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের  গায়ে এসে পড়ে এই ইউরেশিয়ান প্লেটেই রয়েছে ভারতীয় উপমহাদেশ বাদে এশিয়া এবং ইউরোপ মহাদেশের প্রায় সবকটি দেশ।  ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেটের তুলনায় পাঁচ গুন বড় আর ওর গতিও ইন্ডিয়ান প্লেটের তুলনায় অনেক কম।ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিয়ে সরিয়ে এগোতে চাইছে। কিন্তু অত দ্রুত যেতে রাজি নয় বৃহদাকার ইউরেশিয়ান প্লেট।  এরফলে দুই প্লেটের ঠোকাঠুকি চলতেই থাকে। দুই প্লেটের ক্রমাগত এই ঠোকাঠুকিতে ঐ অঞ্চলে প্রচন্ড চাপ তৈরি হয়। এই প্রক্রিয়াতেই জন্ম নেয় হিমালয় পর্বতমালা। যেহেতু দুই প্লেটের সংঘর্ষ এখনও চলছে, তার ফলেই ক্রমশ আরও বেশি উঁচু হয়ে চলেছে হিমালয় পর্বতমালা। এ কারণেই বলা হয় হিমালয় নবীন শ্রেণির পর্বতমালা। এই তথ্যই এখনও পর্যন্ত সবথেকে প্রামাণিক