ইচ্ছেপাঠঃ রামধনুর সবকটা রং অর্থাৎ সাতটা মূল রংই রয়েছে সূর্যের আলোতে। এই সাত রংয়ের মিশ্রনের কারণে সূর্যের রং সাদা। সূর্যের রং সাদা বলেই আমরা লাল গোলাপ অথবা নীল সমুদ্রের রং আলাদা করে বুঝতে পারি। সব বস্তুর আলাদা রং আমাদের চোখে ধরা পড়ে। আবহমন্ডলী ভেদ করে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছয়। এই পথে ধুলোকণা এবং অন্যান্য বস্তুকণা অনেকটা ছাকনির কাজ করে। আমরা জানি নীল এবং বেগুনি রংয়ের আলোক তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তার ফলে এই রংগুলি সবথেকে আগে আবহমন্ডলীতে ছড়িয়ে পড়ে। অন্যদিকে লাল রংয়ের আলোক তরঙ্গ সবথেকে বেশি। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার সমান্তরাল থাকে। অর্থাৎ দুপুর বা দিনের অন্য সময়ে, যখন সূর্য মাথার ওপরে থাকে, তার থেকে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয় সূর্যের আলোকে। এই দীর্ঘপথে বাকি সব রং-ই আবহমন্ডলীতে ছড়িয়ে পড়ে। যেহেতু লাল রংয়ের আলোক তরঙ্গ সবথেকে দীর্ঘ, তাই এই দুই সময় শুধু লাল রংই দেখা যায়। এই কারণে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্যকে লাল বলে মনে হয়।