About Us | Contact Us |

সাহেবরা কেন ফর্সা, আফ্রিকার মানুষ কেন কালো?

লিখেছেন : ইচ্ছেপাঠ
সাহেবরা কেন ফর্সা, আফ্রিকার মানুষ কেন কালো?

ইচ্ছেপাঠঃ মনে করা হয় আদি মানবের উৎপত্তি আফ্রিকাতেই। আফ্রিকা থেকে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আফ্রিকা থেকে যখন মানুষ বেরিয়ে পড়ল, সেইসময় সমস্ত মানুষেরই গায়ের রং কালো ছিল, আজকের আফ্রিকান নাগরিকদের যেরকমটা আমরা দেখতে অভ্যস্ত। আমরা জানি, আফ্রিকায় সূর্যের আলোর তেজ, প্রখরতা, পরিমাণ সবই অনেক বেশি। ফলে অতি বেগুনি রশ্মির নিঃসরণও বেশি। এ কারণে আফ্রিকার মানুষদের শরীরে বেশি পরিমাণ মেলানিনের প্রয়োজন। আমাদের শরীরে মেলানিন রঞ্জক রয়েছে। মেলানোসাইটিস কোষ আমাদের শরীরে মেলানিন তৈরি করে। মেলানিন রঞ্জক আমাদের শরীরে অতি বেগুনি রশ্মি প্রবেশ করতে দেয় না। মনে করা হয় অতি বেগুনি রশ্মি ত্বক ক্যানসারের কারণ।

আফ্রিকা থেকে বেরিয়ে আদি মানুষের বংশধরেরা ক্রমশ পৌঁছেছে পৃথিবীর উত্তরতম প্রান্তে। মেরু অঞ্চলে সূর্যের আলো অনেক কম পৌঁছয়। তার  ফলে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করার প্রয়োজনীয়তাও অপেক্ষাকৃত কম। এ কারণে আফ্রিকার মানুষদের তুলনায় ইউরোপ, আমেরিকার মানুষদের শরীরে মেলানিন কম পরিমাণে তৈরি হয়। সে কারণেই ইউরোপ, আমেরিকার মানুষের গায়ের রং সাদা। অনেকেই শ্বেতী রোগে আক্রান্ত হন। শরীরের যে অংশে মেলানোসাইটিস কোষ মরে যায়, সেখানে মেলানিন তৈরি হয় না। ফলে গায়ের সেই অংশ সাদা হয়ে যায়। সম্পু্র্ণ সাদা কুমীর বা বাঘও দেখতে পাওয়া যায়। তার কারণও এক। মেলানোসাইটিস কোষ ঠিকমতো কাজ না করার ফলেই অ্যালবিনোদের দেখতে পাওয়া যায়। আমাদের চোখের রং, চুলের রং-ও মেলানিনই ঠিক করে দেয়।