About Us | Contact Us |

এক গ্রাসেই দু’শো মানুষের খাবার খায় নীল তিমি

লিখেছেন : ইচ্ছেপাঠ
এক গ্রাসেই দু’শো মানুষের খাবার খায় নীল তিমি

ইচ্ছেপাঠঃ পৃথিবীর সবথেকে বড় স্তন্যপ্রায়ী প্রাণীর নাম হল নীল তিমি৷ বিশাল আকারের এই প্রাণীটিকে নিজেকে বাঁচিয়ে রাখতে  বিপুল পরিমাণ খাবার খেতে হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে নীল তিমি তার এক গ্রাসেই প্রায় দু’শো মানুষের খাবার খেয়ে নেয়। কিন্তু কি খায় পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী নীল তিমি? এরা খায় ছোট ছোট ২ ইঞ্চি আকারের কুচো ক্রিল, যা কুচো চিংড়ির মতো দেখতে। খিদে পেলে ওরা ক্রিলের দিকে তাক করে বিরাট হাঁ করে এগিয়ে চলে। হাঁ মুখে ঢুকে পড়ে কোটি কোটি ক্রিল। তারপর জল বের করে দিয়ে ক্রিলগুলি গিলে ফেলে। এদের খাদ্যনালী বেশ সরু। বাচ্চা তিমিরা কুমেরু সাগরে দৈনিক তিন টন করে ক্রিল খায়। খাবারের খোঁজে এরা প্রতিটি ডুব-এ তিন থেকে পনেরো মিনিট জলের তলায় থাকে৷ হিসেব কষে গবেষকরা দেখেছেন,নীল তিমিরা একসঙ্গে ৮ হাজার ৩০৬ ক্যালোরি থেকে শুরু করে ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩৫ ক্যালোরি পর্যন্ত খেতে পারে৷ তথ্য বলছে এরা একদিনে সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে ২২৫ জনেরও বেশি মানুষকে ২০০০ কিলো ক্যালোরি খাবার খাওয়ানো যেতে পারে৷ কিন্তু এত কেন খায় নীল তিমিরা? বিজ্ঞানীরা গবেষকরা দেখেছেন,তিমিকে কেবল একবার শরীর নড়াচড়া করতেই নিঃশেষ করতে হয় ৭৭০ কিলো ক্যালোরি শক্তি৷ কাজেই এই পরিমাণ না খেলে তার চলাফেরা করাই যে মুশকিল।