ইচ্ছেপাঠঃ পৃথিবীর একেবারে শুরু থেকেই রয়েছে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস আছে বলেই আমাদের পৃথিবী উষ্ণ, বসবাসের উপযোগী। গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা আজকের ১৫ ডিগ্রির পরিবর্তে হতো (-) ১৮ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর আদিপর্বের গ্রিনহাউস গ্যাস জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড,ওজন। গ্রিনহাউস গ্যাসের আবহমন্ডল একদিকে যেমন সূর্যের তেজস্ক্রিয় বিচ্ছুরণ থেকে আগলে রাখল নবীন পৃথিবীকে, আবার অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধি করে সমুদ্রের জলকে বরফে পরিণত হতে দিল না। কিন্তু শিল্প বিপ্লবের পর থেকেই আবহ পরিমন্ডলে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতির পরিমাণ বাড়তে থাকে। এর প্রধান কারণ কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাসের অত্যাধিক ব্যবহার, একই সঙ্গে জঙ্গলের পরিমাণ কমতে থাকা। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার বাস্তব পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম চললে, পৃথিবী ক্রমেই প্রাণের অনুপযোগী হয়ে উঠবে।