ইচ্ছেপাঠঃ পৃথিবীতে বাস করা সবচেয়ে বৃহৎ প্রাণীর নাম হল নীল তিমি বা ব্লু হোয়েল। তিমির বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বড় নীল তিমি। জীববিজ্ঞানীদের মতে সমুদ্রের নীচে বড় আশ্চর্য প্রাণী এই নীল তিমি। এরা মাছের মতো ফুলকো দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পাড়ে না। শ্বাস-প্রশ্বাস চলে মানুষের মতোই ফুসফুস দিয়ে। আর শ্বাসও নেয় বাতাস থেকে। অথচ ওরা থাকে সাগরের জলে! উষ্ণ রক্তের এই প্রাণীর হৃৎপিন্ডে ঠিক মানুষের মতোই চারটি প্রকোষ্ঠ থাকে। তিমিরা সরাসরি বাচ্চার জন্ম দেয় আর সেসব বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। জন্মের সময়ই নীল তিমির বাচ্চারা সাইজে হয় প্রায় পূর্ণবয়স্ক হাতির মতো – যার ওজন দাঁড়ায় প্রায় ২৭ টন! একটা পূর্ণবয়স্ক তিমি আকারে সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুন অথবা চল্লিশটি আফ্রিকান হাতির সমান হতে পারে।
বলা হয় পৃথিবীতে এ যাবৎকাল যত প্রাণী এসেছে বা এখনো আছে তাদের মধ্যে নীল তিমি সবচেয়ে দীর্ঘকায় প্রাণী।ব্লু হোয়েল দৈর্ঘ্যে ২৫ থেকে ৩২ মিটার পর্যন্ত লম্বা এবং ওজনে ১৪০ টন পর্যন্ত হয়! নীল তিমি সবচেয়ে জোরে শব্দ করতে পারে,তীব্রতা প্রায় ১৮৮ ডেসিবল। নীল তিমি যত জোরে শব্দ করতে পারে অত জোরে পৃথিবীর আর কোনও প্রাণী শব্দ করতে পারে না। নীল তিমির ডাক ৫০০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ব্লু হোয়েল গড়ে ৭০ থেকে ৯০ বছর পর্যন্ত বাঁচে।