About Us | Contact Us |

বিশ্বের সবথেকে লম্বা পুরুষ এবং নারী কে? ওরা কেন এত লম্বা?

লিখেছেন : ইচ্ছেপাঠ
বিশ্বের সবথেকে লম্বা পুরুষ  এবং নারী কে?  ওরা কেন এত লম্বা?

ইচ্ছেপাঠঃ  পৃথিবীর সবথেকে  লম্বা মহিলা এবং লম্বা পুরুষ দুজনেই তুরস্কের নাগরিক। আর দুজনেই বিরল রোগের শিকার। ওরা এত লম্বা, সেটা আসলে ওদের অসুখ। ঘুরিয়ে বললে, ওরা অসুস্থ বলেই এত লম্বা। বিরল রোগের শিকার দুজনেই। ২০২১ সালে গিনেস বুক অফ রেকর্ডস অনুযায়ী তুরস্কের রুমেইসা গেলগি পৃথিবীর সবথেকে লম্বা মহিলা। ৭ ফুট ০৭ ইঞ্চি লম্বা গেলগি। উয়েভার সিনড্রোম নামে এক বিরল রোগে আক্রান্ত তিনি। হুইল চেয়ারে বসেই চলাচল করতে হয় গেলগিকে। দিনের খুব অল্প সময় ওয়াকারের সাহায্যে হাঁটতে পারেন তিনি। ঐ অসুখ একদিকে গেলগিকে যেমন লম্বা করেছে, আবার অসুখের কারণেই তাঁর হাড় এবং অস্থি কাঠামো খুব দুর্বল। গিনেস বুক অফ রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবথেকে লম্বা পুরুষ সুলতান কোসেন। ৮ ফুটেরও বেশি লম্বা কোসেনও তুরস্কের নাগরিক। গেলগির মতো তিনিও অসুস্থ। মাথায় টিউমার রয়েছে তাঁর। চিকিৎসকদের মতে ঐ অসুখের জন্যেই কোসেন এত লম্বা।