About Us | Contact Us |

টগবগ করে ফুটছে জল, ছোঁয়ালেই পুড়বে হাত, আসলে সে এক নদী

লিখেছেন : ইচ্ছেপাঠ
টগবগ করে ফুটছে জল, ছোঁয়ালেই পুড়বে হাত, আসলে সে এক নদী

ইচ্ছেপাঠঃ  চায়ের জন্যে বা রান্না করার জন্যে জল আলাদা করে গরম করার প্রয়োজন নেই। নদী থেকে কাপে করে তুলে নিলেই হল। তবে সাবধান, জল তুলতে গিয়ে নদীতে পড়ে গেলে গোটা শরীরটাই পুড়ে যেতে পারে। এ কারণেই নদী আছে কিন্তু নদীতে কোনো প্রাণী নেই। থাকবে কি করে? ফুটন্ত জলে কোনো প্রাণী বাঁচতে পারে? এরকমই এক গরম জলের নদী বয়ে চলেছে আমাজনের জঙ্গলে। প্রায় সাড়ে ছয় কিলোমিটার লম্বা এই নদীর নাম শ্যানয় টিমপিসকা। স্থানীয় মানুষ ডাকেন 'লা বম্বা' নামে। পৃথিবীর সবথেকে উত্তপ্ত নদী। শ্যানয় টিমপিসকা মানে সূর্যের আলোয় ফোঁটা জল। যদিও সূর্যের উত্তাপে ফুটছে না জল। জল গরম হওয়ার আসল কারণ জিওথার্মাল অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপেই গরম নদীর জল। আমরা জানি পৃথিবীর গভীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত। কোথাও কোথাও অভ্যন্তরের এই উত্তাপ উপরে উঠে আসে। এই নদীর ক্ষেত্রেও হয়েছে তা। এ কারণেই নদী থেকে তোলা জলে অনায়াসেই রান্না করা যায়।