About Us | Contact Us |

পৃথিবীর সবচেয়ে বড় অফিস বাড়ি কোনটা?

লিখেছেন : ইচ্ছেপাঠ
পৃথিবীর সবচেয়ে বড় অফিস বাড়ি কোনটা?

ইচ্ছেপাঠঃ অফিস মানেই বেশ সুন্দর আলো,টেবিল-চেয়ার সাজানো কাজের জায়গা।পৃথিবীতে ছোট-বড়,বিচিত্র দেখতে বা নজরকাড়া নানা ধরনের অফিস আছে। তবে পৃথিবীর সবচেয়ে বড় অফিস বাড়ির নাম হল ‘পেন্টাগন’। ১৯৪৩ সালে তৈরি হওয়ার পর থেকে এর ধারে কাছে কেউ নেই। কিন্তু পেন্টাগন আসলে কী?

পেন্টাগন হল  মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর।এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এমন নামকরণ করা হয়েছে। এটি মার্কিন  যুক্তরাষ্ট্রের  ভার্জিনিয়া  রাজ্যের আর্লিংটনে অবস্হিত। তবে এর চিঠি লেখার ঠিকানা ওয়াশিংটন, ডিসি ২০৩০১। পেন্টাগন তৈরির কাজ শুরু হয়েছিল  ১১ সেপ্টেম্বর ১৯৪১ সালে আর তা শেষ হয় ১৫ জানুয়ারি,১৯৪৩ সালে।

 এই অফিস বাড়ি কত বড় তাঁর একটা হিসেব করা যেতে পারে। এর মোট জমির পরিমাণ ৫৮৩ একর। পাঁচ তলা ভবনটির রয়েছে পাঁচটি সমান বাহু, যার প্রতিটির দৈর্ঘ্য ২৮১ মিটার এবং উচ্চতা ২৪ মিটার।তথ্য বলছে কেউ যদি এই ভবনের নিচ থেকে উপর পর্যন্ত সব করিডোর ঘুরে ৫ তলায় পৌঁছতে  তবে তাকে কম করে হলেও ২৭ কিলোমিটার পথ হাঁটতে হবে।

পেন্টাগন বাড়ির মধ্যেখানে একটা ফাঁকা জায়গা আছে।এটি " গ্রাউন্ড জিরো " নামে পরিচিত। এখানে মোট সিড়িপথ ১৩১ টি, এস্কেলেটর ১৯টি, এলিভেটর ১৩টি, বিশ্রাম কক্ষ ২৮৪টি এবং জানালা রয়েছে ৭৭৫৪ টি। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের অফিস এই পেন্টাগন। এই অফিসে অনুমতি ছাড়া কেউ যেতে পারেন না। পেন্টাগনে সাধারণ মানুষের প্রবেশের অধিকার বললেই চলে।