ইচ্ছেপাঠঃ পৃথিবীর সবচেয়ে বড় হিরের নাম ‘কুল্লিনান’। ১১৭ বছর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হিরে উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হিরের ওজন ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরের সন্ধান মেলে ২০২১ সালের জুলাই মাসে। ১ হাজার ১৭৪ ক্যারাটের এই হীরে মেলে আফ্রিকার বতসোয়ানার খনি থেকে।তার আগের মাসেই এখান থেকে মিলেছিল ১ হাজার ৯৮ ক্যারাটের হীরে।আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিরে উত্তোলন করা হয় বতসোয়ানার খনিগুলো থেকে।
২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হিরের সন্ধান মিলেছিল। প্রায় টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিরে উত্তোলন করা হয় বতসোয়ানার খনিগুলো থেকে।প্রসঙ্গত, বতসোয়ানা আফ্রিকার বৃহত্তম হীরের উৎস। সারা পৃথিবীর নিরিখে তার স্থান ষষ্ঠ।
তবে হিরের নাম শুনলেই মনে পড়ে কোহিনূর হিরের নাম। কোহিনূর বা কোহ-ই-নূর হল বিশ্বের অন্যতম বৃহৎ কাটা হিরে, যার ওজন প্রায় ১০৮.৯৩ ক্যারেট।এর ইতিহাসও খুব আলোচিত। এটি বিভিন্ন রাজা বাদশাহ ও শাসকের হাত ঘুরে এখন স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে।