ইচ্ছেপাঠঃ গাছ কাটা নিয়ে এখন খুবই চিন্তিত হয়ে পড়েছেন পরিবেশবিদরা। তাঁদের মতে পর্যাপ্ত গাছ না থাকলে উষ্ণায়নের বিপদ থেকে বিশ্বকে বাঁচানো মুশকিল। নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকেই একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তবে বিজ্ঞানীদের একটা হিসেব আপনাকে কিছটা হলেও সান্তনা দিতে পারে। তা হল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে যত নক্ষত্র রয়েছে তার চেয়ে পৃথিবীতে গাছের সংখ্যা বেশী।
NASAর বিজ্ঞানীরা হিসেব কষে জানাচ্ছেন যে মিল্কিওয়েতে ১০০ বিলিয়ন থেকে ৪০০ বিলিয়ন তারা থাকতে পারে। অন্যদিকে নেচার জার্নালে প্রকাশিত ২০১৫ সালের একটি গবেষণাপত্রের হিসেব বলছে যে বিশ্বজুড়ে গাছের সংখ্যা অনেক বেশি, ৩.০৪ ট্রিলিয়ন। আর এর মধ্যে সবচেয়ে বেশি গাছ আছে রাশিয়ায়।সেদেশে প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটিই হল পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।