About Us | Contact Us |

কমে নি,পৃথিবীতে বরং বেড়েছে গাছের সংখ্যা, সত্যি নাকি!

লিখেছেন : ইচ্ছেপাঠ
কমে নি,পৃথিবীতে বরং বেড়েছে গাছের সংখ্যা, সত্যি নাকি!

ইচ্ছেপাঠঃ কমে যাওয়া নয়,সব মিলিয়ে গত ৩৫ বছরে বিশ্বব্যাপী গাছের সংখ্যা বেড়েছে – গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।গুড গুড গুড নিউজ তাদের ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে। তারা জানাচ্ছে যে বিখ্যাত সায়েন্স  জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, গত ৩৫ বছরে বিশ্বব্যাপী গাছে ঢাকা এলাকা ২.২৪ মিলিয়ন বর্গ কিলোমিটার বেড়েছে।

স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন এই এলাকা টেক্সাস এবং আলাস্কার একত্রিত আকারের সমান। গবেষণায় বলা হয়েছে যে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে গাছ ধ্বংসে যে ক্ষতি হয়েছে তা  ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অংশে কৃষি পরিত্যাগের কারণে এবং ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি বনাঞ্চল বৃদ্ধিতে পুষিয়ে গেছে।পাশাপাশি চিনে বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি গোটা বিশ্বের গাছের বৃদ্ধিতে সাহায্য করেছে।

তবে মোটের উপর গাছের সংখ্যা বাড়লেও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে গাছ ধ্বংসের বা পরিবেশের পরিবর্তনের ৬০ শতাংশই হয়েছে মানুষের কার্যকলাপের জন্য-এমনটাই দাবি গবেষকদের।