ইচ্ছেপাঠঃ ইট-কাঠ-পাথরের প্রাসাদ তো অনেকই দেখেছেন,কিন্তু প্রায় সাত তলা বাড়ির সমান বালির প্রাসাদ দেখেছেন কী? অবাক হওয়ারই কথা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ডেনমার্কের ব্লোকাসের সমুদ্রসৈকতে বালি দিয়ে তৈরি প্রাসাদোপম দুর্গ।এর উচ্চতা ২১ দশমিক ১৬ মিটার বা ৬৯.৪ফুট।
ডেনমার্কের শিল্পী উলফ্রেড স্টিগার ৩০ জন সহযোগী নিয়ে ৫ হাজার টন বালি দিয়ে তৈরি করেন এই প্রাসাদ। আর এই প্রাসাদ তৈরির জন্য ব্যবহার করা হয়েছে প্রায় ৪.৮ টন বালি। এর সঙ্গে ব্যবহার করা হয় কিছু কাদামাটি এবং আঠা।বালির প্রাসাদ যাতে সহজে ভেঙে না পড়ে সেজন্যই ব্যবহার করা হয় আঠা।এর আগে সবচেয়ে উঁচু বালির প্রাসাদটি ছিল জার্মানিতে। উচ্চতা ছিল ১৭ দশমিক ৬৬ মিটার। উত্তর ডেনিশ শহরের ব্লোকাসের বালির প্রাসাদ আগের চেয়ে উচ্চতায় ৩.৫ মিটার বেশি।