ইচ্ছেপাঠঃ দৈত্যাকার ব্যাকটেরিয়ার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। ক্যারিবিয়ান ম্যানগ্রোভ জলাভূমিতে পাওয়া এই বিশাল ব্যাকটেরিয়া এখন পর্যন্ত খোঁজ পাওয়া সবথেকে বড়ো ব্যাকটেরিয়া। যা সাধারণ ব্যাকটেরিয়ার থেকেও ৫০ গুণ বড়।ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে থিওমারগারিতা ম্যাগনিফিকা প্রজাতির এ ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এর দৈর্ঘ্য ২ সেন্টিমিটার। ক্যারিবীয় দ্বীপ শহর পয়েন্তে অ্যা পিত্রেতে ফ্রান্সের আন্তিলেস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক অলিভিয়ার গ্রসের পরীক্ষাগারে একটি টেস্ট টিউবের ভেতর এই ব্যাটেরিয়ায় নমুনা রেখে দেওয়া হয়েছে, যা দেখতে চোখের পাপড়ির মতো।
সালফার সমৃদ্ধ ম্যানগ্রোভের পলির ভেতরে ২০০৯ সালেই এই ব্যাকটেরিয়ার খোঁজ পান বিজ্ঞানীরা।তবে তা একক কোষ কি না, তা তখন নিশ্চিত হতে পারছিলেন না বিজ্ঞানীরা।
পরে জাঁ ম্যারি ভলাঁদ নামের এক গবেষক লরেন্স বার্কেলি ন্যাশনাল ল্যাবরেটরিতে ওই ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেন। তাঁরা ওই বিশাল ব্যাকটেরিয়ার একটি ছবি তৈরি করতে সক্ষম হন। বিশেষ ওই থ্রিডি মাইক্রোস্কোপ ছবিটির মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রমাণ হয় নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়াটি এককোষী।