About Us | Contact Us |

১২ দিন ধরে চলল টেস্ট, জাহাজ এসে যাওয়ায় হল না মীমাংসা

লিখেছেন : ইচ্ছেপাঠ
১২ দিন ধরে চলল টেস্ট, জাহাজ এসে যাওয়ায় হল না মীমাংসা

ইচ্ছেপাঠঃ  আজকের টি-২০ ক্রিকেটের যুগে যা ভাবাই যায় না, সেরকমই ঘটনা ঘটত এক সময়।  দীর্ঘ দিন ধরে চলতো ব্যাট বলের লড়াই। তারপরেও ম্যাচের মীমাংসা হত না। ১৯৩৯ সালে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে যায়। ঐ বছরের ৩ মার্চ শুরু হয় দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। ১২ দিন ধরে চলে সেই ম্যাচ। এরমধ্যে দুদিন ছিল বিরতি। কিন্তু তারপরেও খেলার মীমাংসা হল না।  খেলা হয়তো চলত আরও কয়েকদিন। কিন্তু পাঁচ মাসের সফরে ততদিনে ইংল্যান্ডের বাড়ি ফেরার সময় এসে গেছে। ডারবান বন্দর থেকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। অগত্যা ১২ দিন পর সে ম্যাচকে অমীমাংসীত বলে ঘোষণা করা হল।  প্রায় ৭০০ ওভার ধরে চলে ব্যাট বলের লড়াই।  তারপরেও ম্যাচের মীমাংসা হয়নি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই দীর্ঘতম ম্যাচ।