About Us | Contact Us |

সবথেকে দামি মানহানির মামলা, কত টাকা দাবি করা হয়েছিল জানেন?

লিখেছেন : ইচ্ছেপাঠ
সবথেকে দামি মানহানির মামলা, কত টাকা দাবি করা হয়েছিল জানেন?

ইচ্ছেপাঠঃ মানহানির মামলা মানেই সুকুমার রায়ের হয়বরল-র কথা মনে পড়বে। যেখানে মানহানির মামলায় এজলাসে মানকচুর সঙ্গে বাকি কচুর উপকারিতা-অপকারিতার বিস্তারিত বিবরণ পাওয়া গিয়েছিল। প্রায় সেইরকমই এক মানহানির মামলা হয়েছিল নিউইয়র্কে। নিউইয়র্কের বাসে এক ভদ্রলোককে কুকুর কামড়েছিল। তিনি যখন চিকিৎসা করাচ্ছেন, তখন এক চিনা দম্পতি তাঁর ছবি তোলেন। অনুমতি না নিয়ে ছবি তোলার জন্যে ওই মার্কিন নাগরিক ফটোগ্রাফার, নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ এবং আরো কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলায় ক্ষতিপূরণ চাওয়া হয় ২ আনডেসিলিয়ন ডলার। ২ আনডেসিলিয়ন মানে হচ্ছে ২-এর পর ৩৩টা শূন্য। সবথেকে মজার কথা এত পরিমাণ টাকা সারা পৃথিবীতেই নেই। মানহানির ইতিহাসে এটাই সবথেকে দামি মামলা।