ইচ্ছেপাঠঃ ২০২১ সালে ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারতের সমস্ত ব্যাটারকেই আউট করেছেন নিউজিল্যান্ডের একজন বোলার। তিনি আজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে খেললেও আজাজ প্যাটেলের জন্ম ভারতেরই মুম্বইতে। আজাজ প্যাটেলের আগে আরো দুজন বোলার এরকম কৃতিত্ব দেখিয়েছিলেন। তাঁরা হলেন ইংল্যান্ডের জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলে। লেকার এবং কুম্বলে আজাজ প্যাটেলের মতো এক ইনিংসে বিপক্ষের সব উইকেট একাই দখল করেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দশ উইকেট নেন জিম লেকার। ঐ টেস্টেরই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৯টি উইকেট একাই নেন লেকার। অর্থাৎ এক টেস্টের দু ইনিংস মিলিয়ে তিনি ১৯ উইকেট দখল করেন। এটা বিশ্ব রেকর্ড। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সব উইকেট একাই দখল করেন অনিল কুম্বলে। কুম্বলের কৃতিত্বের ২২ বছর পর রেকর্ড স্পর্শ করলেন আজাজ প্যাটেল। তবে লেকার এবং কুম্বলে দলকে জেতাতে পারলেও, আজাজ প্যাটেল কিন্তু তা পারেন নি। হেরে মাঠ ছাড়তে হয় নিউজিল্যান্ডকে।
লিখেছেন :