About Us | Contact Us |

রেসে চিতাকে বলে বলে হারাবে আরো দশ প্রাণী

লিখেছেন : ইচ্ছেপাঠ
রেসে চিতাকে বলে বলে হারাবে আরো দশ প্রাণী

ইচ্ছেপাঠঃ  ডাঙার প্রাণীদের মধ্যে সবথেকে জোরে দৌঁড়য় চিতাবাঘপ্রতি ঘণ্টায় ১০৯ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে দৌঁড়তে পারে চিতা। অন্য প্রাণীদের সর্বোচ্চ গতিবেগে তুলতে কিছুটা সময় লাগে। চিতাবাঘ দৌঁড় শুরু করার মাত্র ৩ সেকেন্ডে সর্বোচ্চ গতিবেগে পৌঁছতে পারে। অস্ট্রিচ, পাখি, অথচ উড়তে পারে না। ওরা ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত জোরে দৌঁড়তে পারে। ডাঙার প্রাণীদের মধ্যে অস্ট্রিচ দ্বিতীয় দ্রুততম। তবে উত্তর আমেরিকার পেরিগ্রিন ফ্যালকন নামে এক প্রজাতির বাজপাথি ৩৮৯ কিলোমিটার গতিবেগে শূন্য থেকে ঝাপ দিয়ে শিকার ধরতে পারে। প্রাণীদের মধ্যে ওদের গতিবেগই সবথেকে বেশি। ডাঙায় সবথেকে বেশি জোরে দৌঁড়য় বটে চিতাবাঘ, তবে প্রাণীদের মধ্যে চিতার স্থান ১১য়। অর্থাৎ চিতার থেকেও বেশি দ্রুতগামী আরো দশ প্রাণী। তবে এরা সবাই শূন্যে অত জোরে উড়তে পারে। জলে সবথেকে বেশি গতিবেগে সাঁতার কাটতে পারে সেলফিস। ওরা জলে ঘণ্টায় ১০৯ কিলোমিটার পথ পেরোতে পারে, যেটা চিতার গতিবেগের প্রায় সমান।