ইচ্ছেপাঠঃ ডেড সি-র জলে ঘনত্ব এতই বেশি যে, চেষ্টা করেও এই সাগরে ডুবতে পারবে না কোন মানুষ। অন্য সমুদ্রে যেখানে প্রতি লিটার জলে ৩৫ থেকে ৪০ গ্রাম লবণ থাকে, ডেড সি-তে সেখানে প্রতি লিটার জলে ৩৪২ গ্রাম লবণ রয়েছে। জলে প্রচুর পরিমাণ লবণ এবং খনিজ মিশে থাকায় এই সাগরের জলের ঘনত্ব খুবই বেশি। প্রতি লিটার জলের ঘনত্ব ১ দশমিক ২৪ কেজি। আর জলের ঘনত্ব এত বেশি হওয়ার জন্যেই এই সমুদ্রে সব কিছু ভেসে থাকে। সাঁতার না জানা মানুষও ডুবে যেতে পারে না। জলে এত লবণ থাকার জন্যে কোন প্রাণীই বেঁচে থাকতে পারে না। ডেড সি-র জলে না আছে কোন মাছ, না আছে কোন উদ্ভিদ বা অন্য প্রাণী। এ কারণেই এই হ্রদের নাম মৃত সাগর। নামে সাগর হলেও এটি আসলে এক হ্রদ। অনুমান করা হয় ৩ মিলিয়ন বছর আগে লোহিত সাগরের জলে প্লাবিত হত সাগর। পরে প্রাকৃতিক কারণে এর চারপাশের ভূমির উচ্চতা বেড়ে যাওয়ায় হ্রদে পরিণত হয়।