ইচ্ছেপাঠঃ আটজন ভারতীয় মিলে যতটা জঞ্জাল সৃষ্টি করি, একা একজন মার্কিন নাগরিকই সেই পরিমাণ জঞ্জাল সৃষ্টি করে। ইউরোপের নাগরিকরা ই-বর্জ্য তৈরিতে ভারতীয়দের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। এতো ভালো কথা। রাজ্যের জঞ্জাল তৈরি করা তো আর এমন কিছু গুনের নয় যে দুঃখ পেতে হবে। কিন্তু মুশকিল হল, যে পরিমাণ জঞ্জাল আমরা জমিয়ে রাখছি, সেটা নিয়ে। ভারতবর্ষে প্রতি বছর ৬২ মিলিয়ন টন জঞ্জাল সৃষ্টি হয়। ৬২ মিলিয়ন মানে ৬ কোটি ২০ লক্ষ আর ১ টনে ১০০০ কেজি। তার মানে প্রতি বছর ৬ হাজার ২০০ কোটি কেজি আবর্জনা তৈরি হয় ভারতে। দুঃখের কথা, প্রতি বছর এর পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার ওপরে এই হিসেব শুধুমাত্র ৭ হাজার ৯৩৫টি শহর এবং টাউন শহরের । এই শহরগুলির ৩৭ কোটি মানুষের থেকে প্রতি বছর এই পরিমাণ আবর্জনা সৃষ্টি হচ্ছে। এর বাইরেও রয়েছে গ্রামাঞ্চল। এই ৬২ মিলিয়ন টন আবর্জনার মধ্যে পুরসভা, পঞ্চায়েতগুলি টেনেটুনে ৪৩ মিলিয়ন টন আবর্জনা সংগ্রহ করতে পারে। বাকি ১৯ মিলিয়ন টন জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাস্তাঘাটেই। যে ৪৩ মিলিয়ন টন জঞ্জাল স্থানীয় প্রশাসন তুলে নিয়ে যায়, তার ১২ মিলিয়ন টন পুনর্ব্যবহার করা হয়। অনেক রাস্তা এখন তৈরি হচ্ছে ফেলে দেওওয়া প্লাস্টিক থেকে। কিন্তু তার বাইরে ৩১ মিলিয়ন টন জঞ্জাল ধাপার মত বিভিন্ন ডাম্পিং ইয়ার্ডে জঞ্জালের স্তুপ হয়ে পড়ে থাকে। রাস্তাঘাটে এরকম অনেক জঞ্জালের স্তুপই আমাদের চোখে পড়ে। একটা হিসেব বলছে ২০৩০ সালে এক বছরে ১৩০ মিলিয়ন টন জঞ্জাল তৈরি হবে ভারতে।