About Us | Contact Us |

তাজমহলের আগে আরো দুবার সমাধি দেওয়া হয়েছিল শাহজাহান বেগম মমতাজ মহলকে!

লিখেছেন : ইচ্ছেপাঠ
তাজমহলের আগে আরো দুবার সমাধি দেওয়া হয়েছিল শাহজাহান বেগম মমতাজ মহলকে!

ইচ্ছেপাঠঃ আমরা সবাই জানি মমতাজ মহলের স্মৃতিতেই সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করান। তাজমহলেই রয়েছে মমতাজ মহলের সমাধি, এও সবাই জানি। কিন্তু জানি কি মৃত্যুর ২২ বছর পর শাহজাহান বেগমকে তাজমহলে সমাধি দেওয়া হয়? কেন সমাধির আগে ২২ বছর অপেক্ষা করতে হল ভারত সম্রাজ্ঞীকে?  তাজমহলে সমাধিস্থ হওয়ার আগে আরও দুবার সমাধি দেওয়া হয় শাহজাহান পত্নীকে। কেন? শত্রু আক্রমণের আশঙ্কায় একসময় আগ্রা ছেড়ে আজকের মধ্যপ্রদেশের বুরহানপুরে থাকতে শুরু করেন সম্রাট শাহজাহান। সেখান থেকেই পরিচালনা করতেন রাজকার্য। আঠারোতম সন্তান জন্ম দেওয়ার সময় বুরহানপুরে মৃত্যু হয় মমতাজ মহলের। প্রথমে সেখানে তাঁকে সমাধি দেওয়া হয়। এরপর তাজমহল নির্মাণের সিদ্ধান্ত হওয়ার পর তাঁর দেহ তুলে তাজমহলের পাশে যমুনার তিরে এক বাগানে সমাধি দেওয়া হয়। ২২ বছর ধরে নির্মাণ হয় তাজমহল। সেই সময়টা ঐ বাগানেই সমাধিস্থ ছিলেন শাহজাহান পত্নী। নির্মাণ শেষ হওয়ার পর ১৬৫৩ সালে মমতাজ মহলকে তাজমহলের নিচে তৃতীয়বারের জন্যে সমাধি দেওয়া হয়।