ইচ্ছেপাঠঃ এতদিন বিশ্বের বৃহত্তম অফিস বাড়ি হিসেবে রেকর্ড বুকের প্রথমেই নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের। এবার আয়তনের নিরিখে তাকে হারিয়ে দিল সুরাটে হিরে ব্যবসার নতুন কেন্দ্র সুরাট ডায়মন্ড বুর্স বা এসডিবি। ৬৬ লক্ষ বর্গফুট জায়গার উপর নির্মিত হয়েছে এই কেন্দ্রটি।
সুরাট ডায়মন্ড বুর্সে ন’টি টাওয়ার রয়েছে, প্রতিটিতে গ্রাউন্ড প্লাস ১৫টি ফ্লোর রয়েছে। ৩০০ বর্গফুট থেকে ৭৫০০০ বর্গফুট পর্যন্ত ৪২০০ টিরও বেশি অফিস থাকছে এখানে। বিশ্বমানের সুদৃশ্য এই অফিস স্পেস মোড়া থাকবে কড়া নিরাপত্তায়। ভিতরে এবং বাইরে বিভিন্ন স্থানে থাকবে ৪,০০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। থাকবে ১৩১টি লিফট।
কিন্তু কী হবে এতবড় অফিস স্পেসে? বলা হচ্ছে হিরে সম্পর্কিত যাবতীয় কাজকর্ম হবে এখানে। আন্তর্জাতিক এবং জাতীয় ক্রেতাদের জন্য হিরের গহনার ২৭টি খুচরা আউটলেটও থাকবে এর ছাদের তলায়। ৬৫,০০০ কর্মী (কাটার, পালিশকর্মী, ব্যবসায়ী সহ হিরে পেশাদার) একযোগে এখানে বসে কাজ করতে পারবে। অফিস ছাড়াও, কর্মীদের ডাইনিং, চিকিৎসা, বিনোদন, ওয়ার্কশপ,সম্মেলন সব কিছুর আধুনিক সুবিধে মিলবে এখানে।