About Us | Contact Us |

মুহূর্তে সবকিছু গিলে খাচ্ছে,মিলল নতুন ব্ল্যাকহোলের খোঁজ

লিখেছেন : ইচ্ছেপাঠ
মুহূর্তে সবকিছু গিলে খাচ্ছে,মিলল নতুন ব্ল্যাকহোলের খোঁজ

ইচ্ছেপাঠঃ ব্ল্যাকহোলের কাছে কারোর রেহাই নেই, আলো হোক বা কোনো বস্তু - সামনে যা কিছু পাবে সবই গিলে খাবে সে। তবে সম্প্রতি নতুন ব্ল্যাকহোল বা  কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়ে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা। বিপুল বড় এই ব্ল্যাকহোল এক এক সেকেন্ডে গিলে খাচ্ছে এক পৃথিবী সমান আয়তনের পদার্থ! অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ অস্ট্রেলিয়ার তরফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী স্কাইম্যাপার সাদার্ন সার্ভে নামে যন্ত্রের মাধ্যমে এই ব্ল্যাক হোলটিকে  দেখা গিয়েছে।

ব্ল্যাকহোলটি  প্রায় ৯০০ কোটি বছরের পুরনো।কোটি কোটি বছর ধরে একটু একটু করে বাড়তে বাড়তে এখন তার বৃদ্ধির হার বিশাল। বিজ্ঞানীদের মতে, একটি নয়, জোড়া ছায়াপথের সংঘর্ষের পর তারা জুড়ে গিয়ে এত বিশালাকার ব্ল্যাক হোল তৈরি হয়েছে। আমাদের মিল্কিওয়ে ছায়াপথের যে ব্ল্যাক হোল, তার চেয়ে এটি অন্তত ৫০০ গুণ বর। এর পাশ দিয়ে বস্তুত কোনও কণা কিংবা আলো বেরিয়ে যেতে পারবে না। মহাবিশ্বে রহস্যের শেষ নেই। এবার এমন দানবাকৃতি ব্ল্যাকহোলের হদিশ পেয়ে বিস্মিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।