About Us | Contact Us |

স্টিভ জোবসের থেকে বেশি সম্পত্তি ছিল, তাই ৮০০ ডলারে অ্যাপলের মালিকানা ছেড়ে দিয়েছিলেন রোনাল্ড ওয়েন?

লিখেছেন : ইচ্ছেপাঠ
স্টিভ জোবসের থেকে বেশি সম্পত্তি ছিল, তাই ৮০০ ডলারে  অ্যাপলের মালিকানা ছেড়ে দিয়েছিলেন রোনাল্ড ওয়েন?

ইচ্ছেপাঠঃ স্টিভ জোবসের থেকে বেশি সম্পত্তি ছিল, তাই অ্যাপলের মালিকানা ছেড়ে দিয়েছিলেন রোনাল্ড ওয়েন?  যাঁর বাড়িতে বসে অ্যাপল কম্পিউটার কোম্পানি তৈরির সিদ্ধান্ত হয়েছিল, তিনিই মাত্র ৮০০ ডলারের বিনিময়ে অ্যাপলের ১০ শতাংশ মালিকানা বিক্রি করে দিয়েছিলেন স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াকের কাছে! তাও মাত্র কোম্পানি তৈরির ১২ দিনের মধ্যে। বিস্ময়কর হলেও এই ঘটনা সত্যি। তাঁর নাম রোনাল্ড ওয়েন। ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রতিষ্ঠিত হয়  অ্যাপল কম্পিউটার কোম্পানি, আজকে অ্যাপল ইনকর্পোরেশন। যাত্রা শুরুর সময় কোম্পানির অংশীদার ছিলেন তিনজন। স্টিভ জোবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। তিনজনের অংশীদারিত্বের চুক্তিপত্রের খসড়া তৈরি করেছিলেন রোনাল্ড নিজে। শুধু তাই নয় অ্যাপলের প্রথম লোগোর নকশাও রোনাল্ডের তৈরি করা। আর অ্যাপল কম্পিউটার প্রথমবার বাজারে আসার সময় ব্যবহারের যে নিয়মাবলী পেতেন ক্রেতারা, সেটা রোনাল্ডেরই লেখা। রোনাল্ড ভেবেছিলেন কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। সেই সময় জোবস এবং ওজনিয়াকের তুলনায় বেশি সম্পত্তি ছিল রোনাল্ডের। কাজেই সংস্থা দেউলিয়া হলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এই আশঙ্কাতে অংশীদারিত্ব ছেড়ে দেন রোনাল্ড। ২০২১ সালে অ্যাপল ইনকর্পোরেশনের আয় ছিল ৩৫ হাজার কোটি ডলারেরও বেশি, এখন পৃথিবীর সবথেকে দামি কোম্পানি অ্যাপল ইনকর্পোরেশন।