ইচ্ছেপাঠঃ মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে ছোট-বড় নানা আকারের গ্রহাণু।বিজ্ঞানীরা জানাচ্ছেন কয়েকশো মিটার চওড়া কোন গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে তাহলেই একটা পুরো মহাদেশ জুড়ে ব্যাপক মাত্রার ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। তাই পৃথিবীতে ধাক্কা মারার আগেই তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা বহুদিন ধরেই ভাবাচ্ছিল বিজ্ঞানীদের। একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তনের চেষ্টা করার এটিই মানুষের প্রথম মিশন।
একটি গ্রহাণুতে আঘাত হেনে তাকে সরিয়ে দেবার পরীক্ষামূলক মিশনের নাম ডার্ট (Double Asteroid Redirection Test) ।পরীক্ষাটা চালানো হবে ডাইমর্ফোস নামে একটি গ্রহাণুর ওপর। ২৪ নভেম্বর,২০২১ ভারতীয় সময় সকাল ১১টা ৫০মিনিটে এই মিশন লঞ্চ করে মার্কিন স্পেস এজেন্সি নাসা। এক বছর ধরে চলবে এই অভিযান। নাসার এই মিশনের মূল লক্ষ্য হল পৃথিবীরে দিকে ধাবমান গ্রহাণুকে ভেঙে দেওয়া এবং তার গতিপথ পরিবর্তন করা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ভ্যান্ডেবার্গ স্পেস ফোর্স বেস থেকে ডার্ট মিশন লঞ্চ করে নাসা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রয়েছে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস।