About Us | Contact Us |

একবার দুবার নয়, ২৬বার এভারেস্ট জয়ের কৃতিত্ব কামা রিটার

লিখেছেন : ইচ্ছেপাঠ
একবার দুবার নয়, ২৬বার এভারেস্ট জয়ের কৃতিত্ব কামা রিটার

 

ইচ্ছেপাঠঃ  আমরা সবাই জানি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টের চূড়ায় ওঠা সমস্ত পর্বতারোহীদেরই স্বপ্ন। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট শীর্ষে ওঠেন। ১৯৭৫ সালের ১৬ মে বিশ্বের প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন জাপানের তাবেই জানকো। একবার এই এভারেস্ট জয় করাই যেখানে নামি সব পর্বতারোহীদের কাছে বিশাল কৃতিত্ব, সেখানে একবার দুবার নয় ২৬বার এভারেস্ট চূড়ায় ওঠা!। হ্যাঁ এই অসাধ্য সাধনটিই করেছেন নেপালি শেরপা কামা রিটা। ১৯৯৪ সালের ১৩ মে কামা রিটা প্রথমবার এভারেস্ট শীর্ষে ওঠেন আর ২৬তম বার এই কৃতিত্ব অর্জন করেন ২০২২ সালের ৮ই মে। অর্থাৎ ২৮ বছর ধরে এভারেস্ট চূড়ায় উঠছেন কামা রিটা। ২০২২ সালের ৮ই মে পর্যন্ত মোট ১০,৬৭৫ বার এভারেস্ট চূড়ায় অভিযান সফল হয়েছেন। কামা রিটার মতো না হলেও অনেক পর্বাতোরোহীই একাধিকবার পর্বতশীর্ষে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন। আর এভারেস্ট অভিযানে ঐ দিন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০০রও বেশি পর্বাতোরোহীর।