ইচ্ছেপাঠঃ মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ১০ বিলিয়ন ডলার খরচ করে এই টেলিস্কোপটি তৈরি হয়েছে।মহাকাশের এই খুব শক্তিশালী টেলিস্কোপটি বানাতে নাসার সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। পৃথিবী থেকে ১০ থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে এই টেলিস্কোপ।
সম্প্রতি সে ছবি পাঠিয়েছে এক অতি উজ্জ্বল তারার,যার নাম এইচ ডি ৮৪৪০৬ (HD 84406)। কেবল ওই তারাটিই নয়, ছবিটিতে ধরা পড়েছে ১০০০ ছায়াপথের ছবিও। যা দেখে তাক লেগে গেছে বিজ্ঞানীদের। তিন দশক ধরে মহাকাশে করে চলেছে হাবল স্পেস টেলিস্কোপ। এবার তার জায়গায় এসেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। হাবল টেলিস্কোপের পর এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
মহাকাশে নিজের অবস্থানে পৌঁছনোর পরেই ধীরে ধীরে তাকে কর্মক্ষম করে তোলার কাজ শুরু হয়েছে।অতিকায় এই টেলিস্কোপ শুরুতেই যে ছবি পাঠাতে শুরু করেছে তাতে জ্যোতির্বিজ্ঞানীদের আশা এই টেলিস্কোপের সাহায্যে বহু মহাজাগতিক কাণ্ডকারখানার স্বরূপ বোঝা সম্ভব হবে।