About Us | Contact Us |

কত গাছ কাটা হয়েছে পৃথিবীতে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
কত গাছ কাটা হয়েছে পৃথিবীতে?

ইচ্ছেপাঠঃ একদিকে যখন পৃথিবীর সবুজ বাঁচাবার জন্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, তখনই নির্বিচারভাবে চলছে সবুজ ধ্বংসের কার্যকলাপ। ২০২০ সালে শুধু ভারতে ধ্বংস করে ফেলা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার হেক্টর প্রাকৃতিক বনভূমি প্রতি বছর গড়ে ১৩.৭ মিলিয়ন হেক্টর জমি থেকে বনভূমি উচ্ছেদ হচ্ছে। এটা গ্রিসের আয়তনের সমপরিমাণ। অর্থাৎ প্রতি বছর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গ্রিসের সম পরিমাণ বনভূমি। এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ। শতাংশের হিসেবে সবথেকে বেশি বনভূমি ধ্বংস হয়েছে নাইজেরিয়াতে। শেষ পাঁচ বছরে নাইজেরিয়ার অর্ধেক প্রাকৃতিক বনভূমি ধ্বংস হয়ে গেছে। মহাদেশের হিসেবে সবথেকে বেশি বনভূমি ধ্বংস হচ্ছে আফ্রিকাতে। একটা হিসেব বলছে, পৃথিবী থেকে এ পর্যন্ত কেটে ফেলা হয়েছে ৩ হাজার কোটি গাছ। ৮০ শতাংশ প্রাণেরই আশ্রয় বনভূমি। কাজেই বনভূমি ধ্বংসের ফলে বিপদে পড়ছে এই বিপুল সংখ্যক প্রাণও। একটা প্রাচীন বৃক্ষতে গড়ে ১০০০ হাজার পাখি, কীট, পতঙ্গ আশ্রয় নেয়। অর্থাৎ প্রতিটা বৃক্ষ কাটার সঙ্গে সঙ্গে বিপদে পড়ছে গড়ে ১০০০ প্রাণী।

পৃথিবীতে যত বনভূমি রয়েছে, তার ৫৫ শতাংশই রয়েছে পৃথিবীর পাঁচ দেশে। সবথেকে বেশি বনভূমি রয়েছে রাশিয়াতে, এরপরের স্থান ব্রাজিলের। ভারতের স্থান অনেকটাই পিছনে।