About Us | Contact Us |

জোনাকি পোকা দেহে আলো জ্বালে কী করে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
জোনাকি পোকা  দেহে আলো জ্বালে কী করে?

ইচ্ছেপাঠঃ বিদ্যুৎ ছাড়া জোনাকির দেহে আলো জ্বলে কিভাবে? এই প্রশ্ন জিজ্ঞাসু মানুষকে অনেক দিন ভাবিয়েছে। পরে মানুষই খুঁজে বের করে নিয়েছে তার আসল কারণ। আসলে জোনাকি পোকার এই আলো জ্বলার ব্যাপারটি একটি কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কিছু না, যা তাদের দেহের অভ্যন্তরে ঘটে। জোনাকি পোকার দেহে লুসিফেরিন নামে এক ধরনের পদার্থ থাকে। এই পদার্থ থেকে আলো নির্গত হয়। এই লুসিফেরিনের সঙ্গে অক্সিজেনের  রিঅ্যাকশন হওয়ার ফলেই আলো জ্বলে উঠে। আর দেহের মাঝে এভাবে আলো উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেন্স। আর কি পরিমাণ আলো জোনাকি উৎপন্ন করবে, তা নির্ভর করে কি পরিমাণ অক্সিজেন মিলবে তার উপর। এই আলোয় তাপ থাকে না। বাতাসের স্পর্শ লাগলেই লুসিফেরিন জ্বলে ওঠে। তাই জোনাকির আলো কে বলা হয় ‘ঠান্ডা আলো’।  এই আলোর খেলা জোনাকির প্রজননে সাহায্য করে। কিছু প্রজাতির পুরুষ জোনাকি রাতের বেলা আলো জ্বেলে নারী জোনাকিদের  প্রলুব্ধ করে।