About Us | Contact Us |

বৈশাখে গরম, মাঘে ঠান্ডায় কাঁপা- কীভাবে সময় বোঝে ঋতু?

লিখেছেন : ইচ্ছেপাঠ
বৈশাখে গরম, মাঘে ঠান্ডায় কাঁপা- কীভাবে সময় বোঝে  ঋতু?

ইচ্ছেপাঠঃ   পৃথিবী ৩৬৫.২৪২২ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। নিজের কক্ষপথে পৃথিবী সামান্য  ঝুঁকে রয়েছে। এই কারণেই কোন জায়গাতে সূর্যের আলো সমানভাবে পড়ে না। বছরের বিভিন্ন সময় তা পাল্টে যায়। কোন সময় দিনের আলো অনেকক্ষণ থাকে, কখনও দিনের সময় কমে যায়। মেরু অঞ্চলে বছরের বেশির ভাগ সময়েই অত্যাধিক ঠান্ডা থাকে। কখনও দীর্ঘদিন সূর্যের আলো পৌঁছয় না, আবার কখনও ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে। উত্তর মেরু, দক্ষিণ মেরুপ্রদেশ এবং এর কাছাকাছি থাকা দেশগুলিতে এরকম দেখতে পাওয়া যায়। সূর্যের আলো কতটা পাওযা যাচ্ছে তার উপরে নির্ভর করেই পাল্টে যায় সেই অঞ্চলের তাপমাত্রা, শস্য, মাটির উর্বরতা শক্তি।  এই পরিবর্তনকেই বলা হয় ঋতু পরিবর্তন।  এই কারণেই কখনও ঠান্ডা, কখনও গরম, কখনও বা বর্ষা। যেহেতু পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় নির্দিষ্ট, তাই নির্দিষ্ট সময় অন্তরই গ্রীষ্ম, শীত, বসন্ত ঋতু আসে।  ভারত সহ অনেক দেশে সারা বছরকে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে। তবে সারা পৃথিবীতে ৬টি আলাদা ঋতু চিহ্নিত করা যায় না। পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাওয়ায় ঋতুর বৈচিত্র্য কমছে।