About Us | Contact Us |

অ্যাসিড বৃষ্টির সময় সত্যিই আকাশ থকে অ্যাসিড পড়ে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
অ্যাসিড বৃষ্টির সময় সত্যিই আকাশ থকে অ্যাসিড পড়ে?

ইচ্ছেপাঠঃ কলকারখানা থেকে নির্গত সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেও সালফার পুড়ে বাতাসে প্রচুর পরিমাণ সালফার ডাই অক্সাইড মেশে।অন্যদিকে  যানবাহন থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড পরিবেশে মেশে।আবার বজ্রপাতের ফলেও নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। মানুষের শ্বাস প্রশ্বাসে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইডও। এ সবই দূষণ সৃষ্টি করে। বাতাসে মিশে থাকা এই সমস্ত গ্যাস বৃষ্টির জলে বিক্রিয়া করে লঘু অ্যাসিড তৈরি করে। বৃষ্টি পড়ার সময় জলের ফোঁটার সঙ্গে  অ্যাসিডও নেমে আসে মাটিতে। এটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি। কোনো অঞ্চলে এই সমস্ত গ্যাসের পরিমাণ বেশি থাকলে সেখানের বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণও বেশি হয়। অ্যাসিড বৃষ্টি গাছপালা, মাটিতে থাকা বিভিন্ন কীটপতঙ্গ বা জলের প্রাণিদের পক্ষে ক্ষতিকর। এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।