About Us | Contact Us |

আমাদের গ্যালাক্সির বাইরে মিলল নতুন গ্রহ

লিখেছেন : ইচ্ছেপাঠ
আমাদের গ্যালাক্সির বাইরে মিলল নতুন গ্রহ

ইচ্ছেপাঠঃ এই মহাবিশ্বে অতি ক্ষুদ্র আমরা। আমরা থাকি আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে। মিল্কিওয়ে ছায়াপথের বাইরে এই  ব্রহ্মাণ্ডে কত কত গ্যালাক্সি আছে তার হিসেব বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। এই মহাবিশ্বে পৃথিবীর মত কোনও গ্রহ আছে কী না তা জানতে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। এবার এমন এক গ্রহের দেখা মিলল, যা অবস্থিত  আমাদের বিশাল ছায়াপথেরও বাইরে।

 পৃথিবীতে অবস্থিত টেলিস্কোপের পাশাপাশি মহাকাশে অবস্থিত টেলিস্কোপের সাহায্যেও নিয়মিত নজরদারি চালান বিজ্ঞানীরা। আর এভাবেই তাঁরা সন্ধান পেলেন অন্য এক ছায়াপথের গ্রহের।জানা গেছে  মেসিয়ার ৫১ তথা এম৫১ গ্যালাক্সির মধ্যে রয়েছে সেই গ্রহটি। নাসার চন্দ্র এক্সরে অবজার্ভেটরি এই আবিষ্কার করেছে।

 এই তথ্য পেয়ে নড়েচড়ে বসেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। জানা যাচ্ছে ওই গ্রহটি প্রায় ২.৮ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। সুদূরে অবস্থিত এই গ্রহটি পাক খাচ্ছে একটি ব্ল্যাকহোলের চারপাশে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহটির সঙ্গে মিল রয়েছে আমাদের সৌরজগতের  শনিগ্রহের। এক্সরে অবজার্ভেটরির সাহায্যে আরও নতুন ধরনের বিশ্বের খোঁজে নামা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।