ইচ্ছেপাঠঃ এক বছরে সূর্য দুবার পৃথিবীর নিরক্ষরেখাকে অতিক্রম করে। সেপ্টেম্বর মাসে দক্ষিণায়নের সময় সূর্য যখন ক্রমশ উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে থাকে তখন একবার, আবার মার্চ মাসে উত্তরায়নে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে আসার সময় সূর্য নিরক্ষরেখাকে অতিক্রম করে। নিরক্ষরেখা বা বিষুবরেখা হল, দুই মেরু থেকে সম দূরত্বে পৃথিবীর ঠিক মাঝ বরাবর মানুষের কল্পিত এক রেখা। যেদিন নিরক্ষরেখার ঠিক ওপরে সূর্য অবস্থান করে, সেই দিনটিকে বলা হয় ইকুইনক্স বা বিষুব। এই দিন পৃথিবীতে দিন এবং রাতের সময় প্রায় এক থাকে। সূর্যের উদয় হয় ঠিক পূর্ব দিকে, আবার ঠিক পশ্চিমে সূর্যাস্ত হয়। মার্চ মাসে সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তরে আসার পথে যেদিন নিরক্ষরেখার ওপর অবস্থান করে, সেই দিনটিকে বলা হয় বসন্ত বিষুব অর্থাৎ বসন্ত ঋতুর সূচনা। আবার সেপ্টেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে যাওয়ার পথে সূর্য যেদিন নিরক্ষরেখার ঠিক ওপরে অবস্থান করে, সেই দিনটাকে বলা হয় শারদ বিষুব বা শরতের সূচনা।