About Us | Contact Us |

গাড়ির থেকে পৃথিবীতে বেশি উত্তাপ ছড়ায় গরু?

লিখেছেন : ইচ্ছেপাঠ
গাড়ির থেকে পৃথিবীতে বেশি উত্তাপ ছড়ায় গরু?

ইচ্ছেপাঠঃ  শুনতে যতই অদ্ভুত লাগুক একটা মোটর গাড়ির থেকে এক বছরে পৃথিবী অনেক বেশি উত্তপ্ত হয় একটা গরুর কারণে। প্রশ্ন জাগতেই পারে, গরুর মতো নিরীহ, শান্ত, তৃণভোজি প্রাণী কি করে পৃথিবীর তাপমাত্রা বাড়াতে পারে? গাড়ির জ্বালানি থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় আর গরুর শরীর থেকে নিঃসৃত হয় মিথেন। কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মতো মিথেন নিঃসরণেও বায়ুমণ্ডলে বাড়ছে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। মিথেন, কার্বন ডাই অক্সাইডের থেকে ২৮ গুণ বেশি তাপমাত্রা ছড়ায় পৃথিবীতে। এই হিসেবে দেখা গেছে একটা গরুর শরীর থেকে যে পরিমাণ মিথেন নিঃসরণ হয় এক বছরে, তা একটা গাড়ির জ্বালানির কার্বনের চেয়ে বিশ্বে বেশি পরিমাণ তাপ ছড়ায়। তবে মিথেন পৃথিবীর জলবায়ুতে থাকে ১০ থেকে ১২ বছর। সেখানে কার্বন ডাই অক্সাইড ১০০ বছরের পরেও পৃথিবীর বায়ুমন্ডলে মিশে থাকে। কাজেই সাময়িকভাবে মিথেনের জন্যে পৃথিবী বেশি উত্তপ্ত হলেও, দীর্ঘমেয়াদে জৈব জ্বালানি অনেক বেশি ক্ষতিকর। একটা হিসেব বলছে পশু ও পাখিদের দেহ থেকে এক বছরে মোটামুটি ৭.১ গিগাটনস কার্বন ডাই অক্সাইডের সম পরিমাণ দূষণ ছড়াচ্ছে বায়ুমন্ডলে। মূলত পশু পাখির শরীর থেকে নিঃসরিত মিথেনই এর জন্য দায়ী। এই দূষণের ৬৫ শতাংশই তৈরি হচ্ছে গরু, মহিষ এবং তাদেরকে দেওয়া খাবারের কারণে। মানুষের কারণে যতটা দূষণ ছড়াচ্ছে, তার ১৪ শতাংশের মতো দূষণ হয় পশু পাখিদের জন্যে। তবে এই হিসেব ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে।