About Us | Contact Us |

৯৮ বছরে স্নাতকোত্তর ডিগ্রি,উপন্যাস লিখতে চান জিউসেপ্পে প্যাতার্নো

লিখেছেন : ইচ্ছেপাঠ
৯৮ বছরে স্নাতকোত্তর ডিগ্রি,উপন্যাস লিখতে চান জিউসেপ্পে প্যাতার্নো

ইচ্ছেপাঠঃ তাঁকে বলা হচ্ছে ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী। প্রবল ইচ্ছাশক্তি থাকলে বয়স যে কোনও কাজে বাধাই হতে পারে না  তার  প্রমাণ হয়ে থাকলেন ইতালির জিউসেপ্পে প্যাতার্নো । ৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন জিউসেপ্পে। তাঁর বিষয় ছিল ইতিহাস ও দর্শন। দু বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তখনই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পেয়েছিলেন তিনি। শুধু ডিগ্রি অর্জনই করেননি প্যাতার্নো; তিনি তাঁর ব্যাচে সর্বাধিক নম্বরও পেয়েছেন।

সিসিলির একটি দরিদ্র পরিবারে প্যাতার্নোর জন্ম। আর্থিক সংগতি না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি। এই বয়সে পড়াশোনার মতো কঠিন কাজও নির্বিঘ্নে করেন প্যাতার্নো। তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন, বিশ্রাম নিতে চান না। তবে এতটা পথ পেরোনোর পর  একটি উপন্যাস লিখতে চান বলে জানিয়েছেন জিউসেপ্পে প্যাতার্নো ।