About Us | Contact Us |

অ্যামাজনের জঙ্গলে ধরে যাবে আমাদের পুরো ভারতবর্ষ

লিখেছেন : ইচ্ছেপাঠ
অ্যামাজনের জঙ্গলে ধরে যাবে আমাদের পুরো ভারতবর্ষ

ইচ্ছেপাঠঃ  অ্যামাজন জঙ্গল এত বড় যে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ তিনটে দেশ একসঙ্গে ঢুকে যেতে পারে। তাতেও অ্যামাজন জঙ্গলের সবটা শেষ হবে না। অ্যামাজন বেসিনের আয়তন ৭০ লক্ষ বর্গ কিলোমিটার। শুধু  রেন ফরেস্ট বা বৃষ্টিরণ্যের আয়তনই ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। সেখানে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষের আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিলোমিটার। অ্যামাজনই পৃথিবীর সবথেকে বড় বৃষ্টিরণ্য বা রেন ফরেস্ট। মোট ৯টি দেশে ছড়িয়ে আছে পুরো জঙ্গল। তবে লাতিন আমেরিকার এই ৯ দেশের মধ্যে অ্যামাজনের ৬০ শতাংশ অঞ্চলই ব্রাজিলে। পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন তৈরি করে অ্যামাজন জঙ্গল। অ্যামাজনের অরণ্যে  মোট গাছ এবং বৃক্ষের সংখ্যা ৩৯ হাজার কোটি। ১৬ হাজার রকমের বৃক্ষ রয়েছে এরমধ্যে। আর উদ্ভিদ রয়েছে ৪০ হাজার প্রজাতির। ২৫ লক্ষ কীটপতঙ্গ, ১৩০০ প্রজাতির পাখি,  ৪০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ২ হাজার ৫০০ প্রজাতির প্রজাপতি ঘুরে বেড়ায় এর গভীর অরণ্যে।