ইচ্ছেপাঠঃ আজ থেকে ১৪০০ কোটি বছর আগে বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের পর যে তারাগুলির জন্ম হয়েছিল তাদেরই একটির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। আর এই খোঁজ দিল নাসার তিন দশকেরও বেশি সময়ের পুরনো হাব্ল স্পেস টেলিস্কোপ।এই তারার নাম ‘ইয়ারেন্ডেল’। অ্যাংলো স্যাক্সন ভাষায় যার অর্থ,ভোরের তারা।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নক্ষত্রটির জন্ম হয়েছিল বিগ ব্যাং-এর পরের ৯০ কোটি বছরের মধ্যেই। জোর্তিবিজ্ঞানীরা জানাচ্ছেন যে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে এখনও পর্যন্ত যে সব তারা বা নক্ষত্রগুলির হদিশ মিলেছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন হল এই ‘ইয়ারেন্ডেল’ স্টার। সৌরমণ্ডল থেকে সবচেয়ে দূরে রয়েছে এই ‘ইয়ারেন্ডেল’।
বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের পর থেকে এই ব্রহ্মাণ্ড ক্রমশ বেড়ে চলেছে।এই সদ্য আবিষ্কৃত নক্ষত্রটি এখন সৌরমণ্ডল থেকে রয়েছে ১৩০০ কোটি আলোকবর্ষ দূরে। হাব্ল টেলিস্কোপের এই অভূতপূর্ব আবিষ্কারের তথ্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার’-এ। বিজ্ঞানীদের অনুমান, ব্রহ্মাণ্ডের এই প্রাচীনতম নক্ষত্রটির ভর ৫০টি সূর্যের সমান।