About Us | Contact Us |

ভূমিকম্প কেন হয়? কেন একই অঞ্চলে বারবার কেঁপে ওঠে পৃথিবী?

লিখেছেন : ইচ্ছেপাঠ
ভূমিকম্প কেন হয়? কেন একই অঞ্চলে বারবার কেঁপে ওঠে পৃথিবী?

ইচ্ছেপাঠঃ পৃথিবীতে ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ টেকটোনিক প্লেটের মধ্যে ক্রমাগত চলতে থাকা ঠেলাঠেলি। বিশাল আয়তনের হয়েও টেকটোনিক প্লেটগুলো চলমান। বছরে ৪০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত চলত পারে টেকটোনিক প্লেটগুলি। তা বলে সব প্লেট কিন্তু একই গতিতে, একই দিকে সরে না। দুটো বা তার বেশি প্লেটের সংযোগস্থলে অবিরত চলছে ঠোকাঠুকি। পারস্পরিক দুটি প্লেট যেখানেই মিলিত হয়েছে, সেখানে হয় একটি প্লেট আরেকটির দিকে যেতে চাইছে অথবা উল্টোদিকে যাওয়ার চেষ্টা করছে। ক্রমাগত লড়াইয়ে মাঝে মাঝেই টেকটনিক প্লেটের একটি টুকরো ভেঙে যায়। তার ফলে আটকে থাকা বিপুল শক্তি মুক্ত হয়ে লিথোস্ফিয়ার দিয়ে উঠে আসে ভূত্বকের উপরে। এরফলেই কেঁপে যায় ঐ অঞ্চলের বাড়ি ঘরহিমালয় অঞ্চলে যেহেতু এশিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের অবিরত সংঘর্ষ চলছে, সে কারণেই এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ।