ইচ্ছেপাঠঃ এই মহাবিশ্বে আমাদের ছায়াপথ বা গ্যালাক্সির নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা।বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব তো বটেই আমাদের ছায়াপথেও রয়েছে ভিনগ্রহী তথা এলিয়েনরা। ছায়াপথে থাকা ভিনগ্রহের জীবদের সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি এতদিন।
এবার নাসার জোনাথন জিয়াং এবং অন্যান্য সহকর্মী বিজ্ঞানীরা এক উদ্যোগ নিয়েছেন।‘বিকন ইন দ্য গ্যালাক্সি’ পেপারে পৃথিবী থেকে সরাসরি মানুষের নগ্ন ছবি পাঠানোর প্রক্রিয়ার কথা জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা জানিয়েছেন যে অন্য জগতের বাসিন্দাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মাধ্যাকর্ষণ শক্তির রূপায়ণ, ডিএনএ-র গঠন এবং পিক্সেলের মাধ্যমে দু’জন মানুষের নগ্ন ছবি এঁকে মহাকাশে পাঠানো হবে।
কে জানে হয়ত এভাবেই পৃথিবীতে মানুষ আছে এমন তথ্য জেনে যেতে পারে ভিনগ্রহীরা। এলিয়েনদের সঙ্গে যোগাযোগের জন্য নাসার জেট প্রপালশন গবেষণাগারের বৈজ্ঞানিক জোনাথন জিয়াং-এর এই চ্যালেঞ্জ কতটা কাজের হবে তা সময়ই বলবে।