About Us | Contact Us |

আমাদের হাই ওঠে কেন?

লিখেছেন : ইচ্ছেপাঠ
আমাদের হাই ওঠে কেন?

ইচ্ছেপাঠঃ এমন কোনও মানুষ নেই যিনি হাই তোলেন না। মানুষের হাই ওঠার রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটিত হয় নি।হাই তোলার কারণ এখনও বেশ কিছুটা ধোঁয়াটে৷ তবে বিজ্ঞানীদের মতে আমরা যখন ক্লান্ত, বিরক্ত কিংবা ক্ষুধার্ত থাকি,তখন হাই তুলি৷ হাই তোলা এবং যৌন উদ্দীপনার মধ্যে নিবিড় সম্পর্ক আছে বলে গবেষণায় খুঁজে পাওয়া গেছে ৷

তবে মানুষের হাই তোলা নিয়ে একটি ভুল ধারণা  চালু আছে।বলা হয় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড বের করে দেওয়ার জন্য হাই ওঠে৷ গত শতাব্দীর আশির দশকেই এই ধারণাটি ভুল বলে প্রমাণিত হয়েছে৷ মার্কিন বিজ্ঞানী রবার্ট প্রোভিন প্রমাণ করেন যে, হাই ওঠার আগে পরে রক্তে অক্সিজেনের পরিমাণ একই থাকে৷

তবে হাই তোলা নিয়ে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণে, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে এবং কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে হাই।তবে বিভিন্ন অসুখের লক্ষণ হিসেবে হাই তোলার হার কমবেশি হয়৷ অস্বাভাবিক মাত্রায় কম কিংবা বেশি হাই উঠলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত বলে মনে করেন বিজ্ঞানীরা।