About Us | Contact Us |

আমাদের নখ কেন বাড়ে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
আমাদের নখ কেন বাড়ে?

ইচ্ছেপাঠঃ আমাদের নখ কেবলই বেড়ে চলে। এর কারণটা কী? আসলে নখ তৈরি হয় নেল ম্যাট্রিক্স থেকে। এই ম্যাট্রিক্স নখের পেছনের ত্বকের নীচে থাকে। তৈরি হওয়ার পর নখ বেরিয়ে আসে ত্বকের ভেতর দিয়ে। বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করে এই ম্যাট্রিক্স এবং নতুন  কোষগুলোকে সামনের দিকে ঠেলে দেয়, যা কিউটিকল পার করে বাইরের দিকে বেড়িয়ে আসে। মানুষের হাতের আঙুল এবং পায়ের আঙুলের কিউটিকলের নিচে থাকা বিশেষ অংশের মাধ্যমে রক্ত থেকে নখে প্রতিনিয়ত পুষ্টি উপাদান সরবরাহ হতে থাকে। এই পুষ্টি উপাদানের উপর ভিত্তি করেই মূলত নখের বৃদ্ধি আজীবন চলতে থাকে। কোনও কারণে নখ উঠে গেলে বা আঘাত পেলে রক্ত বের হতে দেখা যায়।

 আঙুলের প্রান্তে নখ যেখানে শেষ হয়েছে,তাকে বলে সি-মার্জিন অব নেল,যা আমাদের আঙুলের উপরিভাগকে কোনও আঘাত থেকে রক্ষা করে। এই অংশ দিয়ে আমরা চুলকানির কাজটি করি। আঙুলের ওপরে নখের যতখানি দেখা যায় তাকে বলে নেল প্লেট। নখের পেছনের অংশ এই নেলপ্লেটে যেখানে এসে যুক্ত হয়েছে,সেই অংশের নাম কিউটিকল। নখ তৈরি শুরু হয় একেবারে মাতৃজঠরে। মনে রাখা দরকার চুল ও নখ ত্বকেরই একটা অংশ। কোনও ধরনের স্নায়ু সংযোগ থাকে না বলে নখ কিংবা চুল কাঁটলে আমরা ব্যথা লাগে না। নখ বেড়ে ওঠে খুবই ধীরগতিতে। পায়ের নখ হাতের নখের থেকে আরও ধীর গতিতে বেড়ে ওঠে। হাতের নখ প্রতি মাসে ৩ মিলিমিটারের মতো বৃদ্ধি পেয়ে থাকে। আর পায়ের নখ প্রতিমাসে ১ মিলিমিটারের মতো বাড়ে।