About Us | Contact Us |

পেঁজা তুলো বা জীবজন্তুর আকার, আকাশে নানা রকমের মেঘ বানায় কে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
পেঁজা তুলো বা জীবজন্তুর আকার, আকাশে নানা রকমের মেঘ বানায় কে?

ইচ্ছেপাঠঃ আকাশে মেঘের দুনিয়ায় কত কী না হয়।কত তার রঙ – সাদা, কালো,ছাইছাই,লাল,রংধনু। কত তার চলাফেরার বাহার।কখনও কখনও মেঘের আকৃতি দেখে আপনার মনে জীবজন্তুর মুখ, ড্রাগন বা  অন্যকিছু একটা কল্পনায় আসে নি? কখনও পেঁজা তুলোর মত, বা আকাশে পাহাড় তৈরি হওয়ার মত মেঘ দেখে মনটা খুশিতে ভরে ওঠে নি? হয়,আর হয় বলেই হাজির সেই প্রশ্নটাও।কে করে দেয় মেঘের এমন আকার?

এর সঠিক উত্তর দিচ্ছেন বিজ্ঞানীরা।তাঁদের মতে বাতাসে সবসময়ই জলীয় বাষ্প উপস্থিত থাকে, কিন্তু যখন এটি তরল ফোঁটা বা কঠিন বরফের কণাতে ঘনীভূত হয়,তখন এই কণাগুলি আলো ছড়িয়ে দেয় এবং মেঘের মতো তা দেখা যায়।

বিজ্ঞানীরা জানাচ্ছে মেঘের আকৃতি বা আকার কেমন হবে তা আকাশে বায়ুর তাপমাত্রা, ঘনত্ব এবং গতিবিধি উপর নির্ভর করে। তাপমাত্রা এবং ঘনত্বের পার্থক্য জল-বোঝাই বাতাসকে আশেপাশের বাতাসের সঙ্গে মিশে যেতে বাধা দেয় এবং মেঘকে একটি স্বতন্ত্র আকৃতি দেয় এবং খাঁজকাটা প্রান্ত তৈরি করে।বায়ু চলাচলের জেরে মেঘ বিভিন্ন গঠনে রূপান্তরিত হয়।তবে কোন দুটি মেঘ হুবহু একই রকম দেখতে হয় না।