ইচ্ছেপাঠঃ লন টেনিসে সবথেকে বড় চারটে প্রতিযোগিতাকে বলা হয় গ্রান্ড স্ল্যাম । এই প্রতিযোগিতা জেতা সবথেকে বেশি সম্মানজনক। সবথেকে বেশি পুরস্কার অর্থ এবং পয়েন্টও পাওয়া যায় এই চারটে গ্রান্ড স্ল্যাম থেকে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হয় এই চারটি গ্রান্ড স্ল্যাম প্রতিযোগিতা। এগুলিকে বলা হয় অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। প্রতি বছর একই সঙ্গে ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতা হয়। ছেলেদের মধ্যে সবথেকে বেশি গ্রান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। দুজনেই এখনও পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে ২১টি গ্রান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছেন। মার্গারেট কোর্ট মেয়েদের ব্যাক্তিগত বিভাগে ২৪টি গ্রান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছেন। সেরেনা উইলিয়ামস ২৩টি গ্রান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছেন, টেনিসের ওপেন যুগে যা সবথেকে বেশি। সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলস মিলিয়ে মোট ৩৯টি খেতাব জিতেছেন বিলি জিন কিং।