About Us | Contact Us |

শীতকালীন অলিম্পিক আর গ্রীষ্মকালীন অলিম্পিক কি আলাদা?

লিখেছেন : ইচ্ছেপাঠ
শীতকালীন অলিম্পিক আর গ্রীষ্মকালীন অলিম্পিক কি আলাদা?

ইচ্ছেপাঠঃ অলিম্পিককে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। সারা পৃথিবীর ২০০টিরও বেশি দেশ অংশ নেয় অলিম্পিকে। এত প্রতিযোগী, এতরকম প্রতিযোগিতা অন্য কোনও ইভেন্টে হয় না। অন্য প্রতিযোগিতায় যেমন জয়টাই মুখ্য, অলিম্পিকে তার উল্টো। এখানে অংশগ্রহণ করাটাই সব থেকে বেশি গুরুত্ব পায়। আধুনিক অলিম্পিক শুরু হয় ১৮৯৬ সালে এথেন্সে। প্রতি চার বছর অন্তর হয় অলিম্পিক। তুষার এবং বরফে যে সমস্ত খেলাধূলা হয়, তার জন্যে আলাদা করে হয় শীতকালীন  অলিম্পিক। শীতকালীন ও গ্রীষ্মকালীন দুটি অলিম্পিকই চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। এছাড়াও হয় শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্যারালিম্পিক গেমস। অলিম্পিকের আয়োজন করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ব্যারন পিয়ের দ্য কুবের্তিনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক।