About Us | Contact Us |

একই সঙ্গে সকাল এবং রাত হয় যে দেশে

লিখেছেন : ইচ্ছেপাঠ
একই সঙ্গে সকাল এবং রাত হয় যে দেশে

ইচ্ছেপাঠঃ আমাদের সময় হিসেবের সুবিধের জন্য গোলাকার পৃথিবীকে কতগুলো টাইম জোনে ভাগ করে নেওয়া হয়েছে। টাইম জোন হচ্ছে পৃথিবীর  উপরের এক একটি নির্দিষ্ট এলাকা যেখানকার অন্তর্ভুক্ত দেশগুলোর স্থানীয় সময় একই।পাশাপাশি দুটো সময় স্থানের সময় ব্যবধান সাধারণত এক ঘণ্টা করে হয়ে থাকে।

আর এখানেই বিশাল এলাকা নিয়ে গঠিত হওয়ায় রাশিয়ার এক প্রান্তের সঙ্গে আর এক প্রান্তের সময়ের ব্যবধান অনেক। শুনতে অবাক লাগলেও বিশ্বের ২৪টির মধ্যে ১১টি টাইম জোন রয়েছে রাশিয়াতেই। ফলে রাশিয়ার একদিকে যখন দিন তখন অন্যদিকে তখন রাত।ভারি মজার ব্যাপার,তাই না! তবে প্রশাসনিক কাজের সুবিধের জন্য মস্কো সময় বিশেষ গুরুত্বপূর্ণ, এটি রাশিয়ার মৌলিক সময় হিসেবে মেনে নেওয়া হয় এবং অধিকাংশ প্রশাসনিক এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়।