About Us | Contact Us |

মার্বেল পাথরের মেঝে ঠাণ্ডা,কার্পেটে পা দিলে তা লাগে না কেন?

লিখেছেন : ইচ্ছেপাঠ
মার্বেল পাথরের মেঝে ঠাণ্ডা,কার্পেটে পা দিলে তা লাগে না কেন?

ইচ্ছেপাঠঃ মার্বেল পাথর হল তাপের সুপরিবাহী। কিন্তু কার্পেট মোটেও তাপের সুপরিবাহী নয়! মানুষের দেহ থেকে খুব সহজেই তাপ চলে যায় মার্বেলে। তাপের এক উপাদান থেকে অন্য পদার্থে স্থানান্তরের ক্ষমতাকে পরিবাহিতা বলে। যদি  দেহের চেয়ে কম তাপমাত্রার কোনও সুপরিবাহী বস্তুর স্পর্শ আমরা পাই  তাহলে সেই  বস্তু দ্রুত আমাদের দেহ থেকে তাপ নিয়ে নেবে। তখন  ঠান্ডা অনুভব হবে। এই সংবেদন আমাদের মস্তিষ্কে গিয়ে মেঝেটা  ঠান্ডা বলে উপলব্ধি  করাবে। কিন্তু কার্পেটে তাপ যায় খুব আস্তে আস্তে। তাপ স্থানান্তরের এই তারতম্যের জন্যই মার্বেল পাথর কার্পেটের তুলনায় ঠাণ্ডা লাগে। ঠিক একই কারণে কোনও লোহার বস্তুকে কোনও কাঠের বস্তুর তুলনায় ঠাণ্ডা বলে মনে হয়। কারণ ধাতু তাপের ভাল পরিবাহক,অন্যদিকে  কাঠ বা প্লাস্টিক তাপের কু-পরিবাহক।